পুলিশকে রাজনীতিমুক্তসহ ১১ দফা দাবি। পুলিশকে ‘রাজনীতিমুক্ত’ রেখে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়াসহ ১১ দফা দাবি আদায়ে অনড় নন-ক্যাডার পুলিশ সদস্য ও কর্মকর্তারা। সব দাবি না মানা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
শুক্রবার(৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামের সঙ্গে আলোচনার সময় তারা এ কথা জানান। এ সময় আইজিপি তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এদিকে প্রশাসনিক কারণে বিভিন্ন সময় সাময়িক বরখাস্ত হওয়া নন-ক্যাডার পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে পুলিশ সদরদপ্তর।
শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে অনেক পুলিশ সদস্য হতাহত হন। এ পরিস্থিতিতে তিন দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন নন-ক্যাডার পুলিশ (পরিদর্শক থেকে কনস্টেবল) সদস্য ও কর্মকর্তারা। তাদের কর্মক্ষেত্রে ফেরাতে গতকাল বিকেলে রাজারবাগে আলোচনায় বসেন আইজিপি। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার থাকার কথা ছিল। সভায় পুলিশের ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কর্মবিরতিতে থাকা সদস্যরা। শিক্ষার্থীদের আন্দোলন এবং সরকার পতনের পর বহু পুলিশ হতাহতের জন্য তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করেন।
সভায় প্রচণ্ড হট্টগোলের মধ্যে আইজিপির উদ্দেশে বলা হয়, ১১ দফা দাবির প্রতিটিই মানতে হবে। দু-একটি দাবি পূরণের জন্য কিছুটা সময় লাগতে পারে, সে ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা ইউনিফর্ম পরবেন না।
সভায় একজন বলেন, ঢাকা মহানগরে কর্মরত ওসিসহ সব কর্মকর্তাকে বদলি করতে হবে। যারা এতদিন দায়িত্ব পাননি বা গুরুত্বপূর্ণ পদে ছিলেন না, তাদের দায়িত্বে আনতে হবে। সে ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দের পাশাপাশি আন্দোলনরত পুলিশ সদস্যদের মতও নিতে হবে। অনেক স্থানে কাজে যোগ দেওয়ার জন্য কর্মকর্তারা পুলিশ সদস্যদের চাপ দিচ্ছেন– এটা যেন না করা হয়। খুলনায় কর্মক্ষেত্রে অনুপস্থিত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কাজে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এখনই যদি ঊর্ধ্বতনরা এমন করেন, তাহলে ভবিষ্যতে কী হতে পারে ভেবে তারা আতঙ্কিত।
সভায় দাবি করা হয়, সাম্প্রতিক সহিংসতায় ঢাকা মহানগরে নিহত আট পুলিশ সদস্যের লাশ পাওয়া গেছে। তবে দুইশর বেশি পুলিশ সদস্য মারা যাওয়ার তথ্য রয়েছে। সারাদেশে এই সংখ্যা অন্তত ১ হাজার। তাদের লাশ কোথায়, তা জানতে চান কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা। তাদের দাফন করা হয়েছে কিনা, কোনো গণকবরে তাদের লাশ রয়েছে কিনা– সেটি তাদের পরিবারকে জানতে দেওয়ার দাবি করা হয়।
আইজিপি জানান, সব দাবি মেনে নেওয়া হবে। এর মধ্যে যেগুলো তাঁর পর্যায়ে পূরণ করা সম্ভব, তিনি করবেন। বাকিগুলো মন্ত্রণালয়ের মাধ্যমে পূরণের ব্যবস্থা করা হবে। এজন্য রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হবে। ১১ দফা দাবি পূরণের বিষয়ে কমিটি করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পুলিশপ্রধান বলেন, পুলিশ ছাড়া দেশে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। এরই মধ্যে বিভিন্ন স্থানে নানা রকম ঘটনার কথা শোনা যাচ্ছে। তাই পুলিশকে দায়িত্বে ফিরতে হবে। এখনকার পুলিশ জনগণের কাছে দায়বদ্ধ। বৈষম্যবিরোধী সমাজ গড়তে তাদের ভূমিকা রাখতে হবে। কোথাও কোনো হয়রানির ঘটনা ঘটবে না। যিনি সেবা দিতে পারবেন, তিনিই পুলিশে থাকবেন।
তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় অনেক ছাত্র-জনতা নিহত হয়েছেন। অনেক পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন। তাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কোটি টাকা দিয়েও পূরণ করা যাবে না। এই কষ্ট যেমন আপনাদের, তেমনি আমাদের প্রত্যেকের।
পুলিশ সদস্যদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সদস্য হত্যার বিচার করা, পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে দেশের জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে, দিনে ৮ ঘণ্টার বেশি দায়িত্ব দেওয়া যাবে না, অধস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অবৈধ বা মৌখিক আদেশ পালন করবেন না, অধস্তন কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদোন্নতির মতো পন্থা অবলম্বন করতে হবে, বার্ষিক নৈমিত্তিক ছুটি ২০ দিনের পরিবর্তে ৬০ দিন করতে হবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতো অধস্তনদের সোর্স মানি দিতে হবে, পুলিশের প্রতিটি ইউনিটে ১০ তারিখের মধ্যে টিএ এবং ডিএ বিল পরিশোধ করতে হবে, নতুন বেতন স্কেল প্রণয়ন করতে হবে, ঝুঁকি ভাতা বাড়াতে হবে, পুলিশ সদরদপ্তর থেকে শুরু করে প্রতিটি পুলিশ লাইন্স, থানা, ফাঁড়ি, গার্ড, ক্যাম্পের নিরাপত্তাবেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।