13yercelebration
ঢাকা

পুরনো মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Rai Kishori
February 26, 2019 11:03 pm
Link Copied!

দেশের সব দায়রা জজ আদালতে ১০ বছরের বেশি সময় ধরে বিচারাধীন পুরনো ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এক আসামির জামিন আবেদনের শুনানিতে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

তিনি সাংবাদিকদের জানান, ২০০৭ সালে নরসিংদীতে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। মঙ্গলবার ওই জামিন আবেদনের শুনানিকালে আদালতের কাছে প্রতীয়মান হয় যে, ডাকাতি মামলার সাক্ষীরা দীর্ঘদিনেও সাক্ষ্য দিতে না আসায় মামলাটি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে।

ইউসুফ মাহমুদ জানান, তখন বিচারিক আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। পাশাপাশি ১০ বছরের অধিক সময় ধরে বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা তৈরিসহ নিষ্পত্তির আদেশ দেন।

http://www.anandalokfoundation.com/