14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুনরায় খুড়ে ফেলা হচ্ছে পিচ উঠে যাওয়া সেয় সড়কটি

Dutta
September 23, 2020 10:52 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ নির্মাণের সাত দিনের মাথায় উঠে গেছে ১৯ কোটি টাকার রাস্তা। ২২ কিলোমিটার রাস্তার মাত্র তিন কিলোমিটার শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে তা উঠে গেছে। এমন খবর দৈনিক যশোরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এরপর সেই রাস্তাটি পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সড়কটির বিভিন্ন স্থান ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এদিকে, বুধবার সকাল থেকে দেখা যায় ভেকু মেশিন দিয়ে ফাটল ও উঠে যাওয়া অংশটুকুর পিচের ঢালাই উঠানো হচ্ছে। স্থানীয়দের দাবি, পুনরায় নিম্নমানের কাজ যেন না হয় সেজন্য তারা সংশ্লিষ্টদের তদারকির ব্যবস্থা করার দাবি জানান।

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গান্না হয়ে ডাকবাংলা পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা মজবুতিসহ ওয়ারিং এর কাজ চলছে তিন বছর ধরে। এক সপ্তাহ আগে কালীগঞ্জ নীমতলা বাস স্টান্ড থেকে পাকাকরণের জন্য কার্পেটিং বা বিচিকরণের কাজ শুরু করে। ৪ থেকে ৫ দিনে তিন কিলোমিটর কাজ সম্পন্ন করে। এরপর বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখে ঠিকাদার। কিন্তু এরই মধ্যে সড়কের শ্রীরামপুর এলাকার প্রায় এক কিলোমিটার অংশে রাস্তার পিচ ঢালাই উঠে গেছে। কোথাও বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে।

http://www.anandalokfoundation.com/