14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 21, 2025
আজকের সর্বশেষ সবখবর

পুনরায় ক্ষমতা পেলে ফরিদপুর বিভাগ হবে: শেখ হাসিনা

admin
December 13, 2018 5:12 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক: পুনরায় ক্ষমতা পেলে ফরিদপুরকে বিভাগ করার ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আগে ফরিদপুরকে নিয়ে মানুষ উপহাস করতো, ফরিদপুরকে ফকিরপুর বলতো। কিন্তু এই ফরিদপুর এখন আর আগের ফরিদপুর নেই। এখানে এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে আরেকবার নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে আটকানোর অনেক ষড়যন্ত্র করেছিল বিএনপি। কিন্তু আমাদের থামিয়ে রাখতে পারেনি। আমরা ক্ষমতা পেয়েছি।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে সমগ্র দেশে যে উন্নয়ন হয়েছে তাতে ফরিদপুরবাসীও সেই উন্নয়নের স্বাদ পেয়েছে। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি।

আজকে ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে ২০ হাজার বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি।

তিনি বলেন, আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করিব। আর ২০২১ সালের মধ্যেই বাংলার প্রতিটি ঘরে ঘরে জ্বলবে বিদ্যুতের আলো।

http://www.anandalokfoundation.com/