করোনা মোকাবিলায় ভারতে সুপারস্টাররা মানুষের পাশে দাঁড়াচ্ছে। শাহরুখ খান ও এবার বিপুল পরিমাণ সহযোগিতা করেছেন।
কিছুদিন আগে মাইক্রোব্লগিং সাইটে বলা হয়েছিল, শাহরুখের এনজিও মীর ফাউন্ডেশন স্বাস্থ্যকর্মীদের জন্যে ৫০ হাজার পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের বিষয়ে মহারাষ্ট্র ও পশ্চিম বঙ্গ সরকারের সঙ্গে কাজ করবে। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র রাজ্যে করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা মেডিক্যাল স্টাফদের জন্যে ২৫ হাজার পিপিই দিলেন শাহরুখ।
রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে টুইটারে বলেন, জনপ্রিয় এই অভিনেতার দেয়া এসব পিপিই স্বাস্থ্যকর্মীদের ব্যাপকভাবে সাহায্য করবে। জবাবে শাহরুখ খান মাইক্রোব্লগিং সাইটে জানান, মহামারি কোভিড-19 মোকাবিলায় প্রত্যেকেই ঐক্যবদ্ধ আছেন।