14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে সরকার বদ্ধপরিকর -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Brinda Chowdhury
January 31, 2020 11:11 pm
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের আমলে দেশের সমগ্র এলাকায় শিক্ষার মানোন্নয়নে অভূতপূর্ব কাজ হয়েছে। সরকার পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে।

মন্ত্রী আজ বান্দরবনের লামা উপজেলার কুমারিপাড়া মাদ্রাসা ও এতিমখানা’র নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, একশ্রেণির মানুষ আছে যারা চায় না পার্বত্য চট্টগ্রাম শিক্ষার আলোয় আলোকিত হোক। যারা সহিংসতার মাধ্যমে পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে বাধা দিচ্ছে তাদের সেই উদ্দেশ্য কোনো দিন সফল হবে না।

মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত কাজের গুণগত মান ঠিক রেখে যথাসময়ে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।

এর আগে মন্ত্রী লামা উপজেলা সদরের ইয়াংছা থেকে কাঁঠালছড়া পর্যন্ত নির্মিত রাস্তা উদ্বোধন করেন। পরে লামা হেবরন মিশনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিলন মেলায় বক্তৃতা করেন।

http://www.anandalokfoundation.com/