আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক বিরোধের কারণে স্কুল শিক্ষার্থী, ২ গৃহবধুসহ ৪ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীর্ত করা হয়েছে।
এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার বাটরা গ্রামের কালীপদ বাড়ৈ ওরফে নয়ন তুচ্ছ ঘটনার কারণে প্রায়ই তার স্ত্রী সন্তানদের মারধর করে আসছে। মঙ্গলবার বিকালে তুচ্ছ ঘটনার জেরধরে কালীপদর স্ত্রী রিতা বাড়ৈ ও তার পঞ্চম শ্রেণি পড়–য়া মেয়ে চাদনী বাড়ৈকে মাধর করে।
এসময় নয়নের শ্যালক নরত্তম বালা ও তার নব বধু সুমা বালা ঐ বাড়িতে থাকায় মারপিটের প্রতিবাদ করলে তাদের উপরও চরাও হয় নয়ন বাড়ৈ। নয়নের এলোপাারি আঘাতে নমবধু সুমা বালাসহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এঘটনায় রিতা বালা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে পৌছালে অভিযুক্ত নয়ন বালা পালিয়ে যায়।