13yercelebration
ঢাকা

পাইকগাছায় সিমানা পিলার বিক্রয় কালে ৩ প্রতারক আটক

Rai Kishori
March 6, 2019 3:35 pm
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।  পাইকগাছায় গোপন সংবাদের ভিত্তিতে সীমানা পিলার বিক্রয় কালে ৩ প্রতারককে কে আটক করেছে র্যাব৬।

থানা সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে র্যাব৬ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শে থেকে ৩ জন কে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মালথ গ্রামের মৃত আব্বাস আলী সরদারের ছেলে সেলিম সরদার (৫০), একই গ্রামের শের আলী গাজীর পুত্র শামিম গাজী (৩৪) ও শ্যামনগর গ্রামের হোসেন গাজীর পুত্র হাবিবুর গাজী (৪০)।

পিলারের গায়ে লেখা আছে ১৮১৮ ঊঅঝঞ ওঘউওঅ ঈঙগ. সিমানা পিলার উদ্ধার করে আটক ব্যক্তিদের পাইকগাছা থানায় হস্তান্তর করে মামলা করেন র্যাব৬ এর ডিএসি (জেসিও) মোঃ শফিকুল ইসলাম । মামলা নং ১৮, তাং ০৫/০৩/১৯ ইং

http://www.anandalokfoundation.com/