পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের মৃত্যুতে সপ্তাহ ব্যাপী শোক কর্মসূচীর অংশ হিসাবে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহা বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, স্যোসাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক এস,এম, মোজাম্মেল হক, প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা জামাল জাহাঙ্গীর, ষোলআনা সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর (রুলু), সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপাধাক্ষ সরদার মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আজিজুল করিম, শেখ জালাল উদ্দিন, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এস,এম,হাফিজুর রহমান, প্রাক্তন সহকারী অধ্যাপক এস,এম, লোকমান হাকীম, ফসিয়ার রহমানের ছেলে মাসফিয়ার রহমান সবুজ ও ইসতিয়ার রহমান শুভ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালায় উপস্থিত ছিলেন কাউন্সিলর রবি শংকর মন্ডল, আলহাজ্ব শহিদুল ইসলাম, আলহাজ্ব রহমত আলী গাজী, বিশ্বজিৎ সরকার, আব্দুস সবুর, প্রনব কান্তি মন্ডল, কলেজের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। স্মরণ সভা শেষে ফসিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দিন।