14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাম পরিচয় গোপন করে বিবাহ করায় ধর্ষণ মামলা

admin
June 7, 2016 4:02 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় নাম পরিচয় গোপন করে কলেজ ছাত্রীর সাথে অবৈধভাবে মেলামেশা করার অভিযোগে থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ ভিকটিম কলেজ ছাত্রীকে উদ্ধার ও একমাত্র আসামী শাহজাহানকে আটক করেছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের কমলেশ ঘোষের কলেজ পড়ুয়া মেয়ের সাথে গত ৩ মাস পূর্বে মোবাইল ফোনে পরিচয় হয় ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের সেকেন্দার মোড়লের ছেলে শাহজাহান মোড়ল ওরফে হিমু মোড়ল (২২) এর। এরপর শাহজাহান তার মুসলিম পরিচয় গোপন করে হিন্দু পরিচয় দিয়ে কলেজ ছাত্রীর বাড়ীতে যাওয়া আসার এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ২৫ মে নোটারী পাবলিকের মাধ্যমে কলেজ ছাত্রীকে বিয়ে করে এবং একাধিকবার অবৈধভাবে মেলামেশা ও ধর্ষণ করে। পরে প্রকৃত পরিচয় জানতে পেরে সোমবার বিকালে শাহজাহান কলেজ ছাত্রীকে নিজ এলাকা থেকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে দেয়।

এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে শাহজাহানকে একমাত্র আসামী করে থানায় ধর্ষণ মামলা করেছে। এ ব্যাপারে ওসি আশরাফ হোসেন জানান, ভিকটিম কলেজ ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আটক আসামী শাহজাহানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/