14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

Rai Kishori
July 28, 2019 8:46 pm
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।  “সবাই মিলে গড়ব দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে খুলনার পাইকগাছায় “দেশের উন্নয়নে প্রধান অন্তরায় দুর্নীতি ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ তরুণ সমাজের অঙ্গীকার” শীর্ষক রচনাপ্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে দুনীতি দমন কমিশন কর্তৃক পাইকগাছা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান (ভারঃ) সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অবঃ অধ্যাপক জিএম আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পৌর কমিটির সভাপতি নিজাম উদ্দীন ও সিনিয়র শিক্ষক দিলীপ কুমার দাশ।

বক্তব্য রাখেন শিক্ষক প্রদীপ কুমার শীল, আলী সোহান জুয়েল ও অমিত রায় প্রমুখ। সভা শেষে দু’পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী নম্বম শ্রেণির আকাশ মন্ডল, অষ্টম শ্রেণির ওয়াসিক গফুর ও দশম শ্রেণির ছাত্র বিমল বাছাড়, কমল দিপ মন্ডল, রামনারায়ন বাছাড় ও সৌভিক সানার হাতে পুরস্কার তুলে দেন সভার অতিথিবৃন্দ।

http://www.anandalokfoundation.com/