পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক। তিনি সোমবার বিদায়ী ইউএনও মোঃ আবুল আমিনের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।
উল্লেখ্য, ইউএনও আবুল আমিনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়িতে পদায়ন করা হয় এবং ইউএনও হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব নাহিদ-উল-মোস্তাককে ইউএনও হিসেবে দায়িত্ব অর্পন করা হয়। এদিকে অনিবার্য কারণ বশতঃ নাহিদ-উল-মোস্তাকের যোগদান করতে বিলম্ব হওয়ায় অবশেষে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মুহাম্মদ নাজমুল হক।