14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিয়াম সাধনায় উজ্জীবিত হয়ে পশু প্রবৃত্তিকে দমন করতে হবে -ধর্ম উপদেষ্টা

পিআইডি
March 11, 2025 9:15 pm
Link Copied!

সিয়াম সাধনায় উজ্জীবিত হয়ে পশু প্রবৃত্তিকে দমন করতে হবে। অন্যথায় মানুষ তার মর্যাদা হারিয়ে পশুতে পরিণত হবে। অন্তরকে পরিশুদ্ধ করতে পারলে পরিশুদ্ধ হবে পরিবার, সমাজ ও রাষ্ট্র। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নারীরা হচ্ছেন মায়ের জাতি। তাদের প্রতি যারা অসম্মান করে তারা নরাধম।

ড. খালিদ হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক যে নীল নকশা, ধর্ষণের ঘটনা তার বাস্তবায়ন মাত্র। সামনে ষড়যন্ত্রের কুশিলবরা নতুন এজেন্ডা নিয়ে মাঠে নামবে। এসময় তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ড. মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৩৫, ১৩৬ ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/