সম্প্রতি উপনির্বাচনে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. মোমেনের এক অভিনন্দন বার্তার প্রতিউত্তরে এ ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা ব্যানার্জী বলেন, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামীদিনে খুবই যত্নের সঙ্গে লালন করবেন বলে তিনি এ পত্রে উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো, সুখে-দুঃখে সবসময় তাঁদের পাশে থাকব।
ড. মোমেন ও তাঁর পরিবারের সদস্যদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান মমতা ব্যানার্জী ।