14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি  -অধ্যাপক আলী রীয়াজ

রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না -আইন উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজকের সর্বশেষ সবখবর

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বিজনেস প্ল্যান পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারন শীর্ষক জাতীয় কর্মশালা

admin
July 26, 2018 6:36 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিজনেস প্ল্যান ২০১৭-২০১৮ এর অর্জন, শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং বিজনেস প্ল্যান ২০১৮-২০১৯ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারন শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হল।

বাংলাদেশের অন্যতম শীর্ষ জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের ৬৪ টি জেলায় ২৪৭ টি ব্রাঞ্চ, ৪৮টি এরিয়া ও ১৩টি জোন অফিসের মাধ্যমে ঐড়ষরংঃরপ উবাবষড়ঢ়সবহঃ অঢ়ঢ়ৎড়ধপয এর আলোকে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান করে আসছে। দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে ২৫-২৬ জুলাই, ২০১৮ ইং তারিখে ঢাকার রিং রোডে অবস্থিত টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে “বিজনেস প্ল্যান ২০১৭-২০১৮ এর অর্জন, শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং বিজনেস প্ল্যান ২০১৮-২০১৯ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারন শীর্ষক জাতীয় কর্মশালা” অনুষ্ঠিত হয়।

পদক্ষেপ এর নিবার্হী পরিষদ সদস্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো: ভিসি ড: খোন্দকার মোকাদ্দেম হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। নিবার্হী পরিচালক ইকবাল আহাম্মদ এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পরিচালক মো: সালেহ্ বিন সামস, উপ-পরিচালক, বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান এবং মাঠ পর্যায়ে কর্মরত জোনাল, এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজারগন।

কর্মশালার কার্যকরী সেশনে ক্ষুদ্রঋণ কর্মসূচির সামগ্রিক এবং প্যানেল ও জোন ভিত্তিক ২০১৭-২০১৮ এর অর্জন, শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং বিজনেস প্ল্যান ২০১৮-২০১৯ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয় এবং অন্যান্য বিভাগ মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিজনেস প্ল্যানকে শতভাগ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগীতাকে সামনে রেখে তাদের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করে।

কর্মশালার ২য় দিনে নিবার্হী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সমাপনী পর্বের প্রধান অতিথি নিবার্হী পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এইচ এম সাদিকুল হক সংস্থার সার্বিক উন্নয়নে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

পরবর্তী পর্বে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সেরা ৩ টি ব্রাঞ্চ, ১৩ টি জোনের সেরা ১৩ টি ব্রাঞ্চ, ১৩ টি জোনের শ্রেষ্ঠ ১৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা, রেমিটেন্স বৃদ্ধিকারী সেরা ব্রাঞ্চ, সঞ্চয় বৃদ্ধিকারী সেরা ব্রাঞ্চ ও হাওড় প্রকল্পের সেরা সিবিওকে পুরস্কৃত করা হয়। একই সাথে সন্মাননা প্রদান করা হয় সিটি ফাউন্ডেশন থেকে শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রাপ্ত পদক্ষেপের উপকারভোগী খালেদা আক্তারকে এবং পদক্ষেপে ২০ বছরের অধিক কর্মকাল অতিবাহিত করেছেন এমন ২ জন কর্মকর্তাকে।

পরিশেষে সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে ২ দিন ব্যাপী কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন। নির্ধারিত সেশন শেষে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/