মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় কে জাতীয়করণ করায় মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন স্লোগানে পৌরশহর মুখরিত করে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সহ স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।