14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পতাকাকান্ডে চিন্ময়ের আইনজীবির পাল্টাযুক্তি

রাজিব শর্মা
January 3, 2025 11:33 am
Link Copied!

নিউমার্কেট এলাকায় ‘পতাকা’ অবমাননার অভিযোগে বিএনপির এক নেতার দায়ের করা মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম মুখপাত্র ও চট্টগ্রাম হাটাহাজারি পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবারও নামঞ্জুর করেছে চট্টগ্রাম আদালত। এই মামলায় অভিযোগের বিরুদ্ধে ‘উদ্দেশ্যমূলক ভ্রান্ত’ মামলা দিয়েছে দাবি করে পাল্টা যুক্তি দিয়েছেন চিন্ময়ের আইনজীবিরা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।

জামিন আবেদনের ওপর প্রায় এক ঘণ্টা শুনানি চলে। গত দুইবার নিরাপত্তাহীনতার কারনে চিন্ময়ের পক্ষের কোন আইনজীবি আদালতে দাঁড়াতে না পারলেও গতকাল শুনানিতে তার পক্ষের ১১ জন আইনজীবি আদালতে ছিলেন। দুইপক্ষের টানা এক ঘন্টা যুক্তিতর্কের পর আদালত তার জামিন না মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন, মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভ‚ইয়া।

এছাড়া আদালত এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে পুরো এলাকা আইনশৃঙ্খলাবাহিনী পুলিশ ও সেনাবাহিনী কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। বিশৃঙ্খলা ঠেকাতে বাড়ানো হয় কঠোর নজরদারি ও তল্লাশী। এসময় আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ‘প্ররোচনাকারী’ দাবি করে চিন্ময়ের জামিন না মঞ্জুরসহ জড়িতদের বিরুদ্ধে ফাঁিসর দাবিতে বিক্ষোভ করেন ৫০ থেকে ৬০ জনের আইনজীবিদের এক অংশ। তাছাড়া শুনানি শেষ করে আদালত থেকে বের হওয়ার সময় চিন্ময়ের পক্ষের আইনজীবিদের উদ্দেশ্য ‘চিন্ময় ভুয়া, আইনজীবি ভুয়া, ভারতের দালাল’ বলে নানাভাবে মন্তব্য করেন। তবে আদালতের ভিতরের পরিবেশ আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারিতে বেশ শান্ত ছিল। এবং দুইপক্ষের মধ্যে যতেষ্ট সহযোগিপূর্ণ আচরণ করে আইনীসেবা দিতে দেখা যায়।

এদিকে শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। রায়ের পর তাঁদের দাবি, চিন্ময়কে যে মামলায় অভিযুক্ত করেছেন। তা অযৌক্তিক, ভ্রান্ত্র ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। হিন্দুদের আট দফা দাবিকে বানচাল করতে তাকে ষড়যন্ত্রমূলক বন্দী রাখা হয়েছে।

আদালতে চিন্ময়ের আইনজীবিরা যা বলেন

চিন্ময় দাসের পক্ষের আইনজীবি অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘নিউমার্কেট এলাকায় যে পতাকা ছিল, তার চারপাশে চার তারকা খচিত ছিল। এটি আমাদের দেশের জাতীয় পতাকা না। আর এ পতাকা ঘিরে জাতীয় পতাকার ইস্যু তোলে যে মামলা করেছে। তা ধারা অনুযায়ে এটি কোন ব্যক্তি পারেন না। রাষ্ট্রদ্রোহী মামলা কেউ ব্যক্তিগতভাবে চাইলে করতে পারেনা। তাছাড়া এটি জাতীয় পতাকা ছিল তার কোন প্রমাণ মামলার বাদীপক্ষ দেখাতে পারেনি। যেহেতু কোন প্রমাণ দেখাতে পারছে না। সেহেতু এই মামলা খারিজযোগ্য। তবুও চিন্ময়কে জামিন দেননি আদালত। আমরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধাœÍ নিয়েছি।

আদালত পরিবেশের বিষয়ে জানতে চাইলে তিনি প্রশংসা করে বলেন, ‘চট্টগ্রাম আদালতের বর্তমান কমিটির আন্তরিকতা প্রশংসনীয়। এছাড়া আদালতের ভিতরে আমরা ১১ জনকে আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যতেষ্ট সহযোগিতা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তবে বাইরে এসে আমাদেরকে বেশকিছু ব্যক্তি নানাভাবে মন্তব্য করেছেন। পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, গোয়েন্দা কর্মকর্তারা আমাদের পাশে ছিলেন। সহযোগিতা করেছে।’

চিন্ময়ের আইনজীবিদের মধ্যে অংশগ্রহণ করা বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, ‘চিন্ময়সহ পতাকা অবমাননার ইস্যু তোলে যে মামলা করেছে। এটি ভিত্তিহীন মামলা। আমাদের দেশের পতাকা ব্যবহারের নির্দিষ্ট নিয়ম ও আইন রয়েছে। বাদীর করা মামলায় বলছে, ৫ আগস্ট থেকে ঐ পতাকা নিউমার্কেটে ছিল। তার মানে ঐ পতাকার ব্যবহার আইনের বাইরে। তাছাড়া লাল সবুজের মাঝেই বাংলাদেশের পতাকা। কিন্তু ঐ পতাকার চারকোণায় চারটি চাঁদ ও তারা খচিত ছিল। এটি কোন বাংলাদেশের পতাকা নয়। কাজেই এখানে স্পষ্ট যে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এক কথায় বলতে পারি, এই মামলার অভিযুক্তরা দোষী নয়। দ্বিতীয়ত চিন্ময় সমাবেশ করেছে লালদীঘিতে। গেরুয়া পতাকা কারা লাগিয়েছে দুই কিলোমিটার দূরে নিউ মার্কেটে। যদি অন্যায় কেউ করে, তা আইন খতিয়ে দেখবে। যেহেতু বাদীপক্ষ দেখাতে পারছে, কাজেই এটি আইনপ্রক্রিয়ায় ভাবতে হবে।’

হিন্দুদের আট দফা দাবি বানচালের ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘চিন্ময় হিন্দুদের আন্দোলনের অন্যতম এক নেতা। হিন্দুদের দাবিগুলো ছিল অরাজনৈতিক। যা বানছাল করতে তার বিরুদ্ধে পতাকা অবমাননার ইস্যু তোলা হয়েছে। একের পর এক মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। চিন্ময়কে অভিযুক্ত করা হয়েছে, পতাকা অবমাননার ১ থেকে ৯ নম্বর তালিকায় নির্দেশদাতা হিসেবে।
যার বৈধ কোন ডকুমেন্ট এখনো পর্যন্ত রাষ্ট্র বা বাদীপক্ষের কেউ দেখাতে পারেনি। কাজেই এই মামলাকে আমরা ভিত্তিহীন ও হিন্দুদের আট দফার বিরুদ্ধে অবস্থান বলে দেখছি। যেহেতু নি¤œ আদালতে আমরা সুষ্ঠু বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে যাব।

চট্টগ্রাম আইনজীবি সমতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চিন্ময়ের বিরুদ্ধে মামলা শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে, এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে।’

উল্লেখ্য কোতোয়ালি থানায় বিএনপির নেতা ফিরোজ খানের দায়ের করা এক মামলায় অভিযোগ করা হয়, চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলন করা হয়েছে। ঐ পতাকা উত্তোলনের নির্দেশদাতা হিসেবে ১ থেকে ৯ নং আসামিদের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারিকে আসামি করা হয়। মামলাটি দায়ের করার পরপরই বিএনপির নীতিমালাকে ভঙ্গ ও দলটির কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর কমিটির কোন অনুমতি না নিয়ে এমন কান্ড করার জন্য ফিরোজ খানকে পদ থেকে বহিস্কার করেন বিএনপির কেন্দ্রীয় কমিটি। কিন্তু মামলাটি নামানো হয়নি।

যার দায়ে গত ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন। পরদিন তাকে সিএমপি কোতোয়ালী থানায় আনা হলে, গ্রেফতার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর আদালত প্রাঙ্গণে তিন ঘন্টা ধরে ক্ষোভ প্রকাশ করে পুলিশের প্রিজনব্যান আটকিয়ে রাখেন সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা। এক পর্যায়ে পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের ওপর লাটিচার্জ করেন পুলিশ। এরপর চারদিকে ছত্রবঙ্গ হয়ে যান বিক্ষোভকারিরা। পরে ঐদিন বিকালে আদালত প্রাঙ্গনের বাইরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে আদালতের বিপরীতে পাথরঘাটা সেবক কলোনী রোড বিক্ষোভ করেন আইনজীবিদের একটা অংশ। বিক্ষোভ থেকে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে উদ্ধার করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষনা করেন চিকিৎসকরা। এ ঘটনায় পুলিশের তিনটি ও নিহত আইনজীবি পরিবারের দুইটি মামলায় অজ্ঞাতসহ প্রায় ২ হাজার ৩০০ জনের বেশি আসামি করা হয়।

চিন্ময়কে আদালতে প্রেরণের পর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় ৩ ডিসেম্বর। কিন্তু ওইদিন চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। এসবের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেন। অন্যদিকে ১১ ও ১২ ডিসেম্বর ঢাকা থেকে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবিদের রবীন্দ্র ঘোষ নামে চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করেন। কিন্তু যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত নাকচ করে দিয়ে পূর্ব নির্ধারিত তারিখে জামিন শুনানি বহাল রাখেন।

http://www.anandalokfoundation.com/