14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা নজরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Dutta
October 25, 2020 4:29 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ের বোদা পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
নজরুল ইসলাম গত শনিবার রাত ১২ টা ৫ মিনিটে সর্দার পাড়ার নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে নিজ বাস ভবন সর্দার পাড়ায় অনুষ্ঠিত হয়। সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা নজরুলের মৃত্যুতে রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, পৗর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ট কাউন্সিলের সকল মুক্তিযোদ্ধারা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
http://www.anandalokfoundation.com/