14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড

admin
November 8, 2017 8:43 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে মেরাজুল ইসলাম(১৭) এক যুবক কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০০ টাকা  জরিমানা করা হয়েছে।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রাঙ্গাচাটা মতিজাপুর গ্রামের আব্দুল মমিনের পুত্র মোঃ মেরাজুল ইসলাম (১৭) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে এলাকার লোকজন আটক করে।
আটকের পর এলাকাবসী তাদেরকে ভ্রাম্যমান আদালতে দেয়। তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা দন্ডবিধি ৫০৯ ধারায় মেরাজুল ইসলাম(১৭)কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০/-টাকা জরিমানা নির্দেশ দেন এবং ৭ম শ্রেণির ছাত্রীটিকে নির্দোষ হিসেবে মুক্তি দিয়ে তার অভিভাবকের জামিনে দেন। মেরাজুল ইসলাম বোদা এলাকার একটি হাফেজি মাদরাসায় লেখাপড়া করতো বলে জানাগেছে।
http://www.anandalokfoundation.com/