14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার জুলাই 28, 2025
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ভেজাল বীজের কারণে তরমুজ চাষির মাথায় হাত

admin
April 25, 2016 11:52 am
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের বিভিন্ন উপজেলার তরমুজক্ষেতে ফলন বিপর্যয় দেখা দিয়েছে।আর তাই ফলের বিপরীতে এখন ক্ষেতেশোভা পাচ্ছে শুধুই লতা-পাতার বড় বড় গাছ।ভেজাল বীজের কারণেই ফলন নেইবলে দাবি করছেন তরমুজ চাষিরা।
এতে ক্ষতিরমুখে পড়েছেন কয়েকশ কৃষক।প্রায় এক যুগ ধরে এই মৌসুমে তরমুজ চাষকরে বেশ লাভবান হচ্ছিলেন সদর উপজেলারহাফিজাবাদ ও হাড়িভাসা ইউনিয়নের কৃষকরা। তরমুজচাষ অধিক লাভজনক হওয়ায় স্থানীয় ক্ষুদ্রকৃষকরা এই আবাদের পর নানান আপদমোকাবেলা করে থাকেন।
কিন্তু এবারখরচের টাকা নিয়েই দুঃচিন্তায় তারা।সদর উপজেলার হাফিজাবাদ এবংহাড়িভাসা ইউনিয়নের বিভিন্ন তরমুজ ক্ষেতঘুরে দেখা গেছে, অধিকাংশ তরমুজক্ষেতে শুধুই বড় বড় লতানো গাছ।
ফলেরখবর নেই। অনেক কৃষক ফলনের আশাওছেড়ে দিয়েছেন। তারা আর ক্ষেতে যাননা। কৃষকদের দাবি, গত বছরও ফলন কমহয়েছিল। তবে এবার ১০ শতাংশ ফলন হবে কিনা এ নিয়েই তাদের সন্দেহ।হাফিজাবাদ ইউনিয়নের ঙ্গলপাড়া গ্রামের তরমুজ চাষি সানাউল্লাহ নুরীবললেন, ‘আমরাএবার শেষ। আমাদের ঠকানো হয়েছে, ভুয়াবীজের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।তিনি জানালেন, এবার তিনি ১ লাখ ২০ হাজার টাকাখরচে ১০ বিঘা জমিতে তরমুজ চাষকরেছেন।
আশায় ছিলেন গতবারের মতএবারও বাম্পার ফলন হবে। কিন্তু তারবিশালাকারের তরমুজ ক্ষেত ঘুরে কোনোফলন দেখা গেলো না। ধুশুই বড় বড় গাছ।দু’একটি গাছে ফল থাকলেও অকালে নষ্টহয়ে গেছে সেই ফল। মৌসুমের নির্ধারিতসময়ের পরও ক্ষেতে ফলন এরবিপরীতে শুধুই গাছ দেখে হতাশ সানাউল্লাহনুরী।
অথচ প্রত্যাশিত বড় আকারের তরমুজপেতে এই সময়ে প্রতিটি গাছে ১টি অথবা২টি করে ফল রেখে অসংখ্য ফল ফেলেদেওয়া হতো।পঞ্চগড় বাজারের রাজু বীজ ভাণ্ডার থেকে
উন্নত জাতের তরমুজের বীজ কিনেছিলাম।বীজের কারণেই ফলনের এই অবস্থা। কৃষিবিভাগেরও কোনো খবর নেই।সানাউল্লাহ নুরীর ক্ষেতের মত হাফিজাবাদ ওহাড়িভাসা ইউনিয়নের বিভিন্ন ক্ষেতেরও একইঅবস্থা। একই ইউনিয়নের বামনপাড়া গ্রামেরতরমুজ চাষি সফিকুল ইসলাম আলম আর তরমুজক্ষেতে যান না।
তার তরমুজ ক্ষেত বড়বড়গাছ আর আগাছায় ভরে গেছে। এসব এখনগরুর খাদ্য বলে জানালেন তিনি।তরমুজ চাষিসফিকুল ইসলাম বলেন, তরমুজ চাষে গত বছরবিঘা প্রতি ২০ হাজার টাকা আয় করেছি।
এবার ৩বিঘা জমিতে ৩০ হাজার টাকা খরচে ফিলকিং নামেউন্নতজাতের বীজ বপন করেছি। এই সময়ফলের জন্য ক্ষেতে গাছ দেখা যেতোনা। কিন্তু এবার মনে হচ্ছে ১০ শতাংশ ফলনওহবে না।
ওছমান গনী বলেন, প্রায় এক যুগের বেশিসময় ধরে আমাদের এলাকার কৃষকরা এইমৌসুমে ব্যাপকভাবে তরমুজ আবাদ করেন।সেই আবাদের আয় দিয়ে ক্ষুদ্র কৃষকরামেয়ে বিয়ে দেন।
অনেকে বড় ধরনেরআর্থিক সমস্যা কাটিয়ে উঠেন। এবারও এলাকায়ব্যাপক রমুজ চাষ হয়েছে। এতোদিন ফলবড় হওয়ার কথা। কিন্তু বৃষ্টির অভাবে তরমুজক্ষেতে তেমন ফল নেই।জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৬৭৩হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে।
এইজমিতে ২৮ হাজার মে. টন এর বেশি তরমুজফলনের আশা করছেন কৃষি বিভাগ। কিন্তু বৃষ্টিরঅভাবে তরমুজ গাছ বড় হওয়ায় (অঙ্গজ বৃদ্ধি)ফলন কিছুটা কম দাবি কৃষি বিভাগের।
তবেবীজের কোনো সমস্যা হলেক্ষতিপুরণের ব্যবস্থার কথাও জানান জেলাকর্মকর্তা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, এ বছরকৃষকরা তরমুজের ফলন নাকি কম পাচ্ছেন। তারাসাধারণত উন্নত জাতের (হাইব্রিড) ড্রাগন, সুপারএম পিআর, ফিলকিং বীজ বোপন করেথাকেন।
এসব বীজ ভালো কোম্পানির কাছথেকে নিলে প্রতারিত হওয়ার কথা না। তবেনামকরা কোম্পানি ছাড়া যদি তারা ভুয়া কোম্পানিরবীজ কিনে থাকেন তাহলে এমন হতেপারে।
তিনি আরো জানান, তারা যদি ভুয়া বীজেরপ্যাকেটসহ (মোড়ক) আমাদের সঙ্গেযোগাযোগ করে আইনগত সহায়তা চায়সেক্ষেত্রে আমি কৃষি কর্মকর্তা হিসেবেতাদের ক্ষতিপুরণ পেতে সহায়তা করবো।
http://www.anandalokfoundation.com/