পঞ্চগড়ের বোদায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২১৮ শিশুকে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। (৭ ডিসেম্বর) সকালে উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ২২১৮ শিশুকে শীতবস্ত্র স্কুল ব্যাগ শিক্ষা উপকরণ উপহার এবং একবেলা একসাথে আহার তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস।দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. এর ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিম উদ্দীন, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ প্রমুখ।
শিশুস্বর্গ ফাউন্ডেশ প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করে থাকে। এবছর জেলার ৭ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র, স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী ও একবেলা আহার তুলে দিবে বলে জানিয়েছেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।