14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদায় ক্লিনিক মালিককে আটক করেছে যৌথ বাহিনী 

Link Copied!

পঞ্চগড়ে বোদা উপজেলা পৌর শহরে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক উজ্জল সরকার (৬০) কে আটক করেছে যৌথবাহিনী। ২৯ জুলাই (মঙ্গলবার) রাতে সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ ও সেনাবাহিনী নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়।
নিরাময় নার্সিং ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসা, আনরেজিষ্টার্ড ডাক্তার ও ওয়াড বয় দ্বারা জটিল রোগীদের অপারেশন এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক উজ্জল সরকার আটক করে পুলিশে দেয় প্রশাসন।
দীর্ঘদিন ধরে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বিভন্ন অভিযোগ করে আসচ্ছিল ভুক্তভোগীরা।
এদিকে বোদা নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক উজ্জ্বল সরকারকে মিথ্যে মামলার অভিযোগে যৌথ বাহিনী গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড় জেলা ক্লিনিক সমিতির সকল কর্মচারী বৃন্দ। সেসাথে উজ্জ্বল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত জেলাসহ পাঁচ উপজেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৩০ জুলাই (বুধবার) থেকে বন্ধ ঘোষণা করেছেন নেতৃবৃন্দ।
http://www.anandalokfoundation.com/