14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নয়ন লাল দেবের কবিতা “গোপন ব্যাথা”

Rai Kishori
February 25, 2019 2:56 pm
Link Copied!

গোপন ব্যাথা
নয়ন লাল দেব
গোলাপে মোড়ানো ভালবাসা, এ তো-
ক্ষণিকেই ঝরে যায়,
তাজা ফুলে গাঁথা মালা, সে তো-
ক্ষণকালেই শুকিয়ে যায়।
ডায়েরির পাতায় প্রেমের কাব্য
ফেলে দেওয়া যায় ছিড়ে,
ভালবাসার পোষা পাখিটাও, হঠাৎ
আসেনা আর ফিরে।
ব্যাথার কথাও নিরবে কাঁদে
হারিয়ে প্রিয়ের সাথ,
অমাবস্যার গভীর আধাঁরেও হারায়
পূর্ণ শশীর রাত।
বিষন্ন বিষাদে মরমের বেদন
প্রিয়জন কভু বুঝে না,
অন্তরের সেই গোপন কবিতা
কেউ কখনো খুঁজে না…।
http://www.anandalokfoundation.com/