গোপন ব্যাথানয়ন লাল দেবগোলাপে মোড়ানো ভালবাসা, এ তো-ক্ষণিকেই ঝরে যায়,তাজা ফুলে গাঁথা মালা, সে তো-ক্ষণকালেই শুকিয়ে যায়।ডায়েরির পাতায় প্রেমের কাব্যফেলে দেওয়া যায় ছিড়ে,ভালবাসার পোষা পাখিটাও, হঠাৎআসেনা আর ফিরে।ব্যাথার কথাও নিরবে কাঁদেহারিয়ে প্রিয়ের সাথ,অমাবস্যার গভীর আধাঁরেও হারায়পূর্ণ শশীর রাত।বিষন্ন বিষাদে মরমের বেদনপ্রিয়জন কভু বুঝে না,অন্তরের সেই গোপন কবিতাকেউ কখনো খুঁজে না…।