সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর ভয়াবহ ভাঙন ও বন্যায় প্লাবিত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার বিকালে সাধুর বাজার এলাকায় নদী ভাঙণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, লবণ শুকনো খাবার চিড়া-মুড়ি ও মোমবাতি বিতরণ করা হয়।
দূর্গম পদ্মা নদীর তীরবর্তী নদী ভাঙন ও বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে ত্রাণ বিতরণ করেন ত্রাণ মন্ত্রালয়ের যুগ্ম-সচিব মোঃ মহসীন, শরীয়তপুর জেলা প্রশাসন কার্যালয় স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল-মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ, উপজেলা ত্রাণ কর্মকর্তা মোঃ কবির আহমেদ, সহকারী ত্রাণ কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছানাউল্লাহ্, মেম্বার মোঃ রফিক মিয়া প্রমুখ।
এসময় ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মোঃ মহসীন বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন আপনাদের দুঃখ-দূর্দশা দেখার জন্য। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আপনাদের ভয়ের কোন কারন নাই সরকার আপাদের পাশে আছে। আমরা জানি নড়িয়ার পদ্মা পারে লোকজন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ। এক সপ্তাহের ভাঙনে প্রায় এক কিলোমিটার এলাকার নদী গর্ভে বিলিন হয়েছে।