নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভোট দিলেন নড়াইল-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এসময় সাথে তার স্ত্রী সুমনা হক ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোট দেয়ার পর মাশরাফি উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নতুন করে চ্যালেঞ্জের কিছু নেই। খেলা যেমন চ্যালেঞ্জ এটাও তেমনি এক চ্যালেঞ্জ। নির্বাচনে তার জন্য কষ্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, এ পর্যন্ত প্রায় ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা বা ভোট কারচুপির কোনও খবর পওয়া যায়নি।
মাশরাফি ও তার স্ত্রী পৌরসভার ৪নং ওয়ার্ডের (আলাদাতপুর) এলাকার ভোটার হলেও মাশরাফির বাবা ও মা পৌরসভার মহিষখোলা এলাকার ৩নং ওয়ার্ডের ভোটার। মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ভোট দেন নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং মাশরাফির মা হামিদা বেগম বলাকা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক নৌকা প্রতীক নিয়ে নড়াইল-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।