14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতিতা তরুণীকে দেখতে যাওয়ার পথে আটক রাহুল প্রিয়াঙ্কাকে এফআইআর

Dutta
October 2, 2020 9:00 am
Link Copied!

ভারত প্রতিনিধিঃ ১৪৪ ধারা ভাঙার অভিযোগে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে FIR দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে উত্তরপ্রদেশ থেকে তাদের আটক করা হয়। গ্রেটার নয়ডায় ইকোটেক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। করোনা ভাইরাসের জন্য এই ১৪৪ ধারা মোতায়েন করা হয়েছিল। ৩৩২, ৩৫৩, ৪২৭, ৩২৩, ব৩৫৪, ১৪৭ ও ১৪৮ ধারায় মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এফআইআরে নাম রয়েছে ১৫৩ জনের।

যোগী রাজ্যে দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। নির্যাতিত মৃতা তরুণীর হয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। একাধিক রাজনৈতিক নেতা দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছিলেন রাহুল ও তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাথরাসের উদ্দেশে রওনা দেন রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। গ্রেটার নয়ডার কাছে তাঁদের কনভয় আটকায় পুলিশ। অভিযোগ গাড়ি থেকে নামতেই রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ। এমনকী তাঁকে লাঠিপেটা করা হয়েছে বলেও অভিযোগ। এরপরই রাহুল গান্ধী ও তাঁর বোনকে আটক করা হয়।

হাথরাস পৌঁছনোর আগেই রাহুল-প্রিয়াঙ্কার পথ আটকায় উত্তরপ্রদেশ পুলিস। গ্রেটার নয়ডায় তাঁদের কনভয় ঢুকতেই পথ আটকায় পুলিশ। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে যান রাহুল গান্ধী। অভিযোগ, রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।

রাহুলকে পুলিশ লাঠিপেটা করেছে বলেও অভিযোগ ওঠে। এরপরই পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে। করোনার জেরে এলাকায় কন্টেনমেন্ট জোন রয়েছে, সেই কারণেই বাইরের কাউকে এলাকায় ঢুকতে দেওয়া যাচ্ছে না, কংগ্রেস নেতাদের আটকাতে এমনই যুক্তি উত্তরপ্রদেশ পুলিশের।

হাথরাসের তরুণীকে পাশবিক নির্যাতনের পর ক্ষতবিক্ষত অবস্থায় ওই তরুণীকে প্রথমে আলিগড়ের জেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ওই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে দিল্লির এইমসে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু পুলিশ এইমসের বদলে তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করে।

http://www.anandalokfoundation.com/