13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতনের শিকার গৃহকর্মীর দেড় মাস পর মৃত্যু

admin
August 16, 2015 8:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ নির্যাতনের শিকার গৃহকর্মী মোর্শেদার (২৫) দেড় মাস পর মৃত্যু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে থাকা এ গৃহকর্মীর শনিবার বিকেল ৪টার দিকে মৃত্যু হয়। এর আগে তাকে গুরুতর অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-পরিদর্শক পারভীন আক্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গৃহকর্মী মোর্শেদা গুলশান-১ এর ৬ নম্বর রোডের ২৭ নম্বর বাসায় গুলশান আরা বেগমের বাসায় কাজ করত। শারীরিক নির্যাতনের কারণে ২৯ জুন পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে জুলাই মাসের ২২ তারিখে মোর্শেদাকে জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে দেয় পুলিশ।

http://www.anandalokfoundation.com/