অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বুধবার সকালে একদিকে সরস্বতী পুজোর সূচনা করেছেন এক মুসলিম বৃদ্ধ। তেমনি বাগদেবীর আরাধনার দিনই ঘুটিয়ারিতে নিঃসঙ্গ এক হিন্দু বৃদ্ধের সৎকার করতে এগিয়ে এলেন মুসলিম প্রতিবেশীরা।
কলকাতার দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মনসাপুকুরে অনেকদিন ধরেই নিঃসঙ্গ জীবন কাটাতেন মানু মিস্ত্রি নামের ৭০ বছরের এক বৃদ্ধ। নিজের বলতে তেমন কেউ নেই। তবে প্রতিবেশী সকলেই তাঁর জন্য এগিয়ে আসতেন। প্রতিবেশীরা সকলেই অবশ্য মুসলিম সম্প্রদায়ভূক্ত।
বেশ কিছুদিন ধরেই মানু মিস্ত্রি অসুস্থ ছিলেন। তখন এই প্রতিবেশীরাই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পরে সকলে মিলে তাঁকে বাড়িতেও ফিরিয়ে আনেন। কিন্তু সোমবার ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
এতদিনের প্রতিবেশী, কিন্তু হিন্দু বৃদ্ধের সৎকার কে করবেন? প্রতিবেশীরা সকলেই যে মুসলিম। নিয়মের বেড়া বোধহয় ভেঙে যায় মানবতার কাছে এসে। বৃদ্ধের দুঃসম্পর্কের এক ভাগ্নেকে সঙ্গে নিয়ে মুসলিম প্রতিবেশীরাই বৃদ্ধের মরদেহে কাঁধে তুলে নেন। প্রত্যেকেই শ্মশানে গিয়ে পুরোহিতকে বলে দেন, যা রীতিরেওয়াজ সব যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। একেবারে নিয়ম মোতাবেক শেষ হয় শেষকৃত্য।
এখানেই শেষ নয়, ওই বৃদ্ধের শ্রাদ্ধও করা হবে জানিয়েছেন প্রতিবেশীরা।