সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অদুদ আলম ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম)।
তিনি জানান, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় দায়ের করা একটি নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলায় চেয়ারম্যান অদুদ আলম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।