14rh-year-thenewse
ঢাকা আজ রবিবার আগস্ট 3, 2025
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পাচারের শিকার ৯ নারী,শিশুকে ২বছর পর বেনাপোলে হস্তান্তর

Link Copied!

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৯ বাংলাদেশি নারী,শিশুকে ২ বছর পর  ট্রাভেল পারমিটে  বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসারা  কিশোরীদের বাড়ি  সাতক্ষীরা, কিশোরগঞ্জ,চট্রগ্রাম,যশোর, ঢাকা ও বরিশাল জেলার বিভিন্ন অঞ্চলে।
ফেরত আসা নারী,শিশুদের আইনী সহয়তা দিতে  ৬ জনকে জাস্টিস এন্ড কেয়ার,২ জনকে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ও ১ জনকে রাইসট যশোর নামে মোট ৩টি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
যশোর জাস্টিজ এন্ড কেয়ারের এরিয়া ম্যানেজার অপূর্ব শাহা  জানান,  ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা  ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে  আইনী সহয়তা দিতে   ভারতীয় একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত ছেড়ে ছাড়িয়ে হেফাজতে নেয় ।
দির্ঘ দুই বছর পর  দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে  ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে বলে জানান এনজিও সংস্থ্যার কর্মকর্তারা।
http://www.anandalokfoundation.com/