14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলালীগের মানববন্ধন

Dutta
October 7, 2020 5:55 pm
Link Copied!

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলালীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সাংগঠনিক সম্পাদক ফারহানা কলি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনিকা মল্লিক, সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মহচেনা বেগম, সাধারণ সম্পাদক অজিফা বেগম, বেগুনবাড়ী ইউনিয়ন মহিলালীগ সভাপতি লাকি আক্তার, দীপালী রায়সহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতনের প্রতিবাদে নারীসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়া পাড়া-মহল্লায় নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ কমিটি গঠন করার আহ্বান জানান বক্তারা।
http://www.anandalokfoundation.com/