13yercelebration
ঢাকা

নাটোরের বড়াইগ্রামে পিপিআর বা ক্ষুরারোগ নির্মূলে বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

Link Copied!

রবিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর বা ক্ষুরারোগ নির্মূলে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়াকে সুস্থ রাখুন এই শ্লোগানকে সামনে রেখে টিকা প্রদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন, নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, প্রাণিসম্পদ কর্মকর্তা আমীর হামজা বক্তব্য রাখেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা আমীর হামজা বলেন, এই রোগে আক্রান্ত ছাগল বা ভেড়ার নাক-মুখ দিয়ে তরল নির্গত হতে থাকে এবং পাতলা পায়খানা হয় যা দুর্গন্ধযুক্ত।  এছাড়াও এই রোগে আক্রান্ত হলে মুখে ঘা হয় যার কারনে খাবার গ্রহণ করতে পারে না।  তাপমাত্রা ১০৩ থেকে ১০৮ পর্যন্ত বেড়ে যায়।
পিপিআর রোগ নির্মূল বা ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বরাইগ্রাম উপজেলায় ২ পৌরসভা ও ৭ ইউনিয়নে এ প্রকল্পের আওতায় টিকা প্রদান করা হবে।
http://www.anandalokfoundation.com/