14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ার প্রেসিডেন্ট এর সাথে বাংলাদেশ হাইকমিশনারের বিদায়ি সাক্ষাৎ

Dutta
October 28, 2020 10:09 pm
Link Copied!

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ২৭ অক্টোবর নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মোঃ শামীম আহসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত বিদায়ি অনুষ্ঠানে প্রেসিডেন্ট হাইকমিশনারকে নাইজেরিয়ায় দায়িত্ব পালনকালে তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানান। প্রেসিডেন্ট বুহারি বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে তিনি সন্তোষ প্রকাশ করেন।

হাইকমিশনার শামীম আহসান তাঁর দায়িত্ব পালনকালে নাইজেরিয়া সরকারের আন্তরিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যকার উল্লেখযোগ্য কর্মকান্ডের কথা উল্লেখ করতে গিয়ে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুদেশের পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক নাইজেরিয়া ডাক বিভাগ এর স্মারক ডাক টিকেট অবমুক্তকরণ, দুদেশের পররাষ্ট্র সচিব কর্তৃক দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ ও নাইজেরিয়ার শীর্ষ ব্যবসায়িক সংগঠন কর্তৃক সমঝোতা স্মারক স্বাক্ষর এর কথা এ সময় উল্লেখ করেন। দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/