14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে হিন্দু গৃহবধু ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ

admin
November 10, 2016 1:21 am
Link Copied!

গৌতম বুদ্ধ পাল:

হবিগঞ্জের নবীগঞ্জ পল্লীতে বিয়ের দুই মাসের মাথায় হিন্দু গৃহবধু সুমা (ছদ্ধ নাম)(১৭) কে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হলেও ১৮ দিনেও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ । মামলা দায়ের পর থেকে আসামীসহ একটি প্রভাবশালী মহল ওই হিন্দু ভিকটিম পরিবারটিকে মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্য হুমকি দিচ্ছে । মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর গ্রামের লিটন দাসের স্ত্রীকে গত ১৬ অক্টোবর রবিবার রাত সাড়ে ১২ টায় বাড়ি থেকে তুলে নিয়ে বেগমপুরের আব্দুল্লাহ মিয়ার বাড়িতে তিন দিন আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করা হয় । ধর্ষিতার স্বামী লিটন দাস তার স্ত্রীকে না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুঁজি পর ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানায় স্ত্রী  নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন । জিডির খবর পেয়ে আসামীরা রাত সাড়ে ৪টায় ধর্ষণ শেষে ধর্ষিতাকে  চোখঁ বেধে পুকড়া নামক স্থানে রাস্তায় ফেলে যায় । পরদিন ১৯ অক্টোবর ভিকটিম তার স্বামীর নিকট ঘটনার বিবরণ তুলে ধরলে ভিকটিমকে প্রথমে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা করানো হয়, পরে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন । ২১ অক্টোবর ভিকটিম নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন । ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০০ (সংশোধন)/০৩ এর ৭/৯(১)/৩০ অপহরণ করিয়া ধর্ষণ ও সহায়তা করার অপরাধ । আমামীরা হলেন উপজেলার বেগমপুর গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে (১) নাজমুল মিয়া (২৫), ইসলাম উদ্দিনের ছেলে (২) মিজান মিয়া (২২), আব্দুল্লাহর ছেলে (৩) রুহেল মিয়া (২৪) ।

১৮ দিনেও আসামী গ্রেফতার না হওয়া প্রসংগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেবারক হোসেন আমাদের প্রতিনিধিকে জানান, আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের ব্যাপারে চেষ্টা অব্যাহত আছে । দ্রুত গ্রেফতার করা হবে ।

এদিকে ধর্ষিতা গৃহবধুকে আইনি সহায়তাকারী সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার কর্মী রাকেশ রায় আমাদের প্রতিনিধিকে বলেন, হিন্দু নারীরা সহিংসতার শিকার হলে বিচার হয়না । বিচারহীনতার কারণে ঘরে বাইরে বেড়েছে নারী ও শিশু নির্যাতন,  গত অক্টোবর মাসে সারা দেশে ৪৪৬ জন নারী ও শিশুকন্যা নির্যাতনের শিকার হয়েছে । নির্যাতনকারীর বিচার নিশ্চিত করা গেলে এমন ন্যক্কারজনত ঘটনা বাড়ত না । তিনি অবিলম্বে ধর্ষণকারী ওই লম্পটদেরকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।

বাদীর মামার মোবাইল নাম্বার ০১৭২৮-৯৮৮৫৭২

নবীগঞ্জ থানার ওসি বাতেন খানঁ  মোবাইল নাস্বার ০১৭১৩-৩৭৪৪০৩

আইনি সহায়তাকারী (রাকেশ রায়) মোবাইল নাম্বার ০১৭৪১-১৫২৪৬৬

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন ০১৭১১-৩৯০৩৫৫

 

 

http://www.anandalokfoundation.com/