14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি  -অধ্যাপক আলী রীয়াজ

রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না -আইন উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ফরমালিনের নীরব আতংক !

admin
May 17, 2017 12:43 am
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ  নবীগঞ্জের  সর্বত্র এখন ফরমালিনের নিরব আতংকে ভাসছে  মধু মাসের জনপ্রিয় ফল আম, কাঠাল, আনারস সহ বিভিন্ন কাচাঁ মালেও ব্যবহার হচ্ছে ফরমালিন নামের এই নিরব বিষ।

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন  হাট, বাজারে গত মাস দুয়েক সময় ধরে দেদারছে বিক্রি হওয়া  অনেক ফলমূলে বিষাক্ত ফরমালিনের মাত্রা থাকার পর ও সাধারন মানুষ  সচেতনতার অভাবে তা নির্বিঘেœ কিনে খাচ্ছেন। অন্যান্য বছর এ সময়ে নবীগঞ্জের বিভিন্ন বাজার হাটে ফরমালিন অভিযান পরিচালনা করা হলেও এ বছর এ পর্যন্ত প্রশাসন কর্তৃক কোন রকম অভিযান পরিচালনা করা হয়নি।  বিগত দিনেও নবীগঞ্জ উপজেলা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফর রহমানের নেতৃতে   নবীগঞ্জের বিভিন্ন বাজারে  বেশকিছু ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক ফরমালিনযুক্ত ফল নষ্ট করে বিক্রেতাদেরকে জরিমানা করায়  ফরমালিনযুক্ত ফর বিক্রির প্রভাব ছিল অনেকটা কম। তাই  প্রত্যন্ত অঞ্চলের সাধারন লোকজনের মধ্যে ফরমালিনের নিরব আতংক বিরাজ করছে।

পূর্বের তুলনায় আম, কাঠাল,ভুবি,পেয়ারা,কলা,আনারস,আপেল,লুকলুকি ক্রয়ে সাধারন লোকজন ফরমালিনের ভয়ে ফল কিনতে সন্ধিহান হচ্ছেন। নবীগঞ্জের বিভিন্ন হাঠ বাজারে পরিদর্শনকালে দেখা যায়, আম, কাঠাল, আনারস সহ বিভিন্ন বাহারী ফলের দোকানে ক্রেতাদের তেমন ভিড় বা উৎসাহ নেই। নবীগঞ্জ বাজারে কাঠাল ক্রয় করতে আসা  আব্দুল হাকিম নামের এক ব্যক্তি বলেন, ফরমালিনের ভয়ে আম, কাঠাল খাওয়াই বলতে গেলে ছেড়েই দিয়েছি। তবুও ছেলে মেয়েদের চাহিদা অনুযায়ী জাতীয় ফল কাঠাল কিনতে এসেছি। এভাবে অনেকেরই ফরমালিন নিয়ে আতংক, নিরব ঘাতক ফরমালিনের ফলে মানবদেহের ক্ষতির এই সংবাদ কার না অজানা। তাই অনেক সাধারন ব্যবসায়ীরাও ফরমালিন নিয়ে চিন্তিত।

ব্যবসায়ী লেবু মিয়া বলেন, আমরা কাঠাল, আম আড়ৎ থেকে কিনে আনি এতে যদি ফরামালিন মেশানো থাকে সেটা আমাদের জানা নেই । ফরমালিন তো আমাদের সকলের জন্যই  ক্ষতিকারক। তাই নবীগঞ্জ উপজেলার সাধারন মানুষ নবীগঞ্জে বিভিন্ন হাট বাজারে ফরমালিন মুক্ত অভিযান পরিচালনার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

http://www.anandalokfoundation.com/