14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত, মোট ৭৬ জন আক্রান্ত

Rai Kishori
July 4, 2020 7:35 pm
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছ। তবুও জীবন ও জীবিকার তাগিদে থেমে নেই মানুষে চলাফেরা।

এভাবে চলতে থাকলে করোনার সংক্রমন দ্রুত আকারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

দেশের সাথে তাল মিলিয়ে প্রতিদিনের তালিকায় নবীগঞ্জে আসছে করোনার পজিটিভ রিপোর্ট। এতে করে আতংক দেখা দিয়েছে নবীগঞ্জ উপজেলায়।

৪ জুলাই শনিবার করোনার রিপোর্টে ৫ জনের পজিটিভ আসে।নবীগঞ্জ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৮৮৬ জনের। তাদের মধ্যে গতকাল শনিবার নতুন করে ৫ জনের করোনা পজিটিভ রিপোর্টে আসে।

এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জন। মোট ৬৬৮ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

http://www.anandalokfoundation.com/