উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সীমান্ত বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের কালানজোড়া গ্রামে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজনের উপর ক্ষীপ্ত হয়ে সৈয়দ জহির আহমদ (৩০) নামে এক যুবক অবৈধ পাইপগান দিয়ে গুলি ছুরে ৯ম শ্রেণীর ছাত্রসহ অন্তত ৭জনকে আহত করেছে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমানসহ এলাকার মেম্বার, সংরক্ষিত সদস্যাসহ লোকজন ঘটনাকারীকে অবৈধ পাইপগানসহ আটক করে রাখে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জহিরকে অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের মৃত সৈয়দ সাজিদুর রহমানের স্বামী পরিত্যাক্তা কন্যা স্থানীয় ব্রাক স্কুলের শিক্ষিকা সৈয়দা ঝুনু বেগমকে একই এলাকার বেতকান্দি গ্রামের সৈয়দ আলী আহমদের ছেলে সৈয়দ আমীন আহমদ বিয়ের প্রস্তাব দেয় ।
এ অবস্থায় উভয়ের পরিবারের মধ্যে তাদের বিয়ে নিয়ে সমজোতায় পৌছেন। কিন্তু বাদ সাধে কনের বড় ভাই মৃত সৈয়দ সাজিদুর রহমানের ছেলে সৈয়দ জহির আহমদ। সে এ বিয়ে কিছুতেই মেনে নিতে পারেনি। এতে সে ক্ষীপ্ত হয়ে আমীনকে মারার জন্য বিভিন্ন কৌশল করতে তাকে।
এক পর্যায়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় একটি মাজারের সামনে আমীনসহ তার কয়েকজন আত্বীয় স্বজন অন্য একটি বিষয় নিয়ে সালিম বৈঠকে বসেন। এ সময় জহির উপস্থিত হয়ে আমীনকে জোর পুর্বক তুলে নিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন বাদা দেন। এতে জহির ক্ষীপ্ত হয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। এবং ঘরে থাকা একটি অবৈধ পাইপগান নিয়ে উল্লেখিত স্থানে চলে আসে এবং অর্তকিত ভাবে গুলি ছুরতে তাকে। এক পর্যায়ে ওই স্থানে থাকা অন্তত ৭জন গুলিবিদ্ধ হয়। তার এলাপাতারী গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ধাওয়া দেয়। এ সময় জহির দৌড়ে তার বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। এ সময় গ্রামের লোকজন তার বাড়ী গিরে রাখে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্যা রাহেলা হক, ওয়ার্ড মেম্বার আব্দুল হালিম ওই বাড়ীতে উপস্থিত হয়ে তার কাছ থেকে সেই অবৈধ পাইপগানটি উদ্ধার করেন। গুলিতে আহতরা হল, সৈয়দ জুবায়ের আহমদ (৪৮), সৈয়দ উজ্জল মিয়া (২৮), সৈয়দ রাসেল (২২), সৈয়দ আমীন (৩০), সৈয়দ নজরুল ইসলাম (৩২), স্বরাজ মিয়া (৫০) ও স্থানীয় বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সৈয়দ রেদোয়ান আহমদ (১৫)।
পরে খবর পেয়ে বানিয়াচং থানার এস আই এস এম ফিরোজ আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসলে জহিরকে অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার এস আই এস এম ফিরোজ আহমদ জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে জহিরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এবং তার বিরুদ্বে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।