নিউজ ডেস্কঃ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ভারতের মাথাব্যথার অন্যতম কারণ। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মধ্যে জনসংখ্যার নিরিখে চীনকেও ছাপিয়ে যাবে ভারত।
আর দেশটির অন্যতম বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে এক অভিনব উপায় বের করেছে। এখন থেকে রাজ্যে নবদম্পতিদের জন্য উপহার হিসেবে কনডম ও গর্ভনিরোধক সামগ্রী দেবে রাজ্যের যোগী আদিত্যনাথের সরকার।
আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে উত্তরপ্রদেশ সরকার ‘পরিবার বিকাশ’ নামে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। ওই প্রকল্পের মাধ্যমে নবদম্পতিদের হাতে ওই উপহার তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে নবদম্পতিদের হাতে তুলে দেবেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই উপহারের মধ্যে নবদম্পতির হাতে তুলে দেওয়া হবে একটি করে ‘কিট’। যার মধ্যে থাকবে কনডম ও গর্ভনিরোধক ওষুধ। থাকবে উত্তরপ্রদেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি চিঠিও।
চিঠিতে লেখা থাকবে পরিবার পরিকল্পনার উপকারিতা এবং দুই সন্তানের মধ্যে নূন্যতম কতো বছরের ব্যবধান থাকা উচিত। তবে ওই কিটের মধ্যে শুধুমাত্র কনডম এবং জন্মনিয়ন্ত্রণ ওষুধই নয়- থাকবে তোয়ালে, রুমাল, নেইলকাটারের মতো নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রীও।