14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নতুন বাবরি মসজিদ নির্মাণে প্রথম আর্থিক অনুদান দিলেন হিন্দু যুবক

Dutta
October 5, 2020 10:44 am
Link Copied!

অযোধ্যায় নতুন বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পে প্রথম আর্থিক অনুদান দিলেন রোহিত শ্রীবাস্তব নামে একজন হিন্দু যুবক। সুন্নি ওয়াকফ বোর্ডের আওতাধীন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন মহাসচিব আতহার হুসাইন চেকটি গ্রহণ করেন।

রোহিত শ্রীবাস্তব লখনৌ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন কর্মকর্তা। মসজিদ নির্মাণে একজন হিন্দু ধর্মাবলম্বীর এই অনুদানের খবরে দেশজুড়েই প্রশংসা হচ্ছে।

বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পে সুন্নি ওয়াকফ বোর্ডকে ২১ হাজার রুপি অনুদান দিয়েছেন রোহিত।

ফাউন্ডেশন মহাসচিব আতহার হুসাইন বলেন, মসজিদ নির্মাণের জন্য প্রথম আর্থিক অনুদান এসেছে একজন হিন্দু ধর্মালম্বী ভাইয়ের কাছ থেকে। এটি ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত।

আর অনুদান দাতা রোহিত শ্রীবাস্তব দাবি করেছেন, ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতেই তিনি এই অনুদান দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রদায়িক বিভেদ ও অসহিষ্ণুতার এই সময়ে একতাবদ্ধ হওয়ার বার্তা দিতে চাই সবাইকে। তারই অংশ হিসেবে আমার বেতন থেকে ২১ হাজার রুপি অনুদান দিয়েছি।

রোহিত শ্রীবাস্তব আরও বলেন, আমি হলি বা দীপাবলি আমার মুসলিম বন্ধুদের ছাড়া উদযাপন করিনা। আর আমার মুসলিম বন্ধুরাও আমাকে ছাড়া ঈদ উদযাপন করে না। এটি শুধু আমাদের ব্যাপারে নয়, এটি মূলত ভারতের কোটি কোটি হিন্দু ও মুসলিমের গল্প।

http://www.anandalokfoundation.com/