বরিশাল নগরীতে যানজট এখন নিয়মিত চিত্রে পরিণত হলেও, ট্রাফিক বিভাগের কিছু কার্যকর উদ্যোগের ফলে কিছু এলাকায় পরিস্থিতি উন্নতির দিকে। কিন্তু নতুনবাজার টেম্পু স্ট্যান্ড মোড়ের চিত্র ঠিক উল্টো। নগরীর গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে প্রতিদিন তৈরি হচ্ছে তীব্র যানজট, যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বগুড়া পুলিশ ফাঁড়ির নজরদারির অভাব!
নতুনবাজার টেম্পু স্ট্যান্ড মোড়টি বরিশালের একটি ব্যস্ততম ত্রিমুখী সড়কসংযোগ, যার মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত হয়। কিন্তু এই মোড়ের ফুটপাত ও রাস্তার একাংশ দীর্ঘদিন ধরে দখল করে রয়েছে ভ্রাম্যমাণ দোকানপাট। সড়কের পাশে এমন দখলদারিত্বের ফলে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করতে হয়, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
দেখা গেছে, ওই এলাকার বগুড়া পুলিশ ফাঁড়ির সামনের ফুটপাতটিও ভ্রাম্যমাণ দোকানগুলোর দখলে। সেখানকার কর্তব্যরত পুলিশ সদস্যদের এই বিষয় নিয়ে কোনো তৎপরতা চোখে পড়েনি নগরবাসীর। যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সের সাইরেন দীর্ঘসময় ধরে বাজলেও কর্তব্যরত অফিসারদের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যায়। ফলে টেম্পুস্ট্যান্ড মোড় থেকে নতুন বাজার মোড় পর্যন্ত যানজটে পড়তে হয় নগরবাসীকে।
প্রায়ই এই মোড়ে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। ত্রিমুখী চাপ, রাস্তা দখল এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে একদিকে রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, অন্যদিকে পথচারীদের চলাচলে তৈরি হয় মারাত্মক বিশৃঙ্খলা। এ যেনো দেখেও দেখছেন না বগুড়া পুলিশ ফাঁড়ি!
স্থানীয়দের ভাষ্য মতে, এই পরিস্থিতি দীর্ঘদিনের। অবৈধ দখল, অব্যবস্থাপনা ও পুলিশি নিষ্ক্রিয়তা—সব মিলিয়ে নতুনবাজার এলাকাটি এখন জনদুর্ভোগের স্থায়ী চিত্র হয়ে উঠেছে।
রাসেল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ফাঁড়ি থাকা সত্ত্বেও যেখানে শৃঙ্খলা বজায় থাকার কথা, সেখানে উল্টো বাড়ছে বিশৃঙ্খলা ও জনভোগান্তি। এই শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব কি শুধু ট্রাফিক বিভাগের! ফাঁড়ির পুলিশের কি কোন কাজ নেই? এই ফাঁড়ির কর্তাবাবুদের নিরাবতা দেখে আমার মনে প্রশ্ন উঠেছে—নিরবতা ও উদাসীনতার আড়ালে ফাঁড়ির কোনো অজানা সমঝোতা কাজ করছে কি না।
সুমন হাওলাদার নামে এক অটোরিকসা চালক বলেন, আমার অটো রিকসা ট্রাফিক পুলিশ আটক করে, পরে আমি ট্রাফিক অফিসে মামলা ভাঙ্গিয়ে গাড়ি আনতে গেলে তারা বলে বগুড়া পুলিশ ফাঁড়িতে যেতে গাড়ি আনতে, সেখানে গিয়ে দেখি আমার গাড়িটি নেই। পরে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতায় জানতে পারি ফাঁড়ির পুলিশ আমার গাড়িটি ট্রাফিক পুলিশের অনুমতি ছাড়া আরেকজনকে দিয়া দিছে।
এদিকে বরিশাল মহানগরীতে যানজট সমস্যা নিরসনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ স্বল্প জনবল নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীন।
তিনি বলেন, “নতুন বাজার এলাকাকে যানজটমুক্ত রাখতে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।”
বগুড়া পুলিশ ফাঁড়ির সামনের এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে চলা যানজট ও ফুটপাত দখলের বিষয়ে তিনি বলেন, “সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির দায়িত্ব থাকা সত্ত্বেও তারা বিষয়টি যথাযথভাবে দেখেনি। খুব শিগগিরই আমরা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বরিশাল মহানগরীকে যানজট ও অবৈধ দখলমুক্ত একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
অন্যদিকে স্থানীয়দের দাবির কেন্দ্রবিন্দু এখন একটাই—নতুনবাজার মোড় থেকে দ্রুত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করতে হবে এবং নীরব ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।