13yercelebration
ঢাকা

নগরকান্দায় উপ-নির্বাচনে নৌকার পক্ষে মাঠে নেমেছেন ভোটাররা

Rai Kishori
February 20, 2019 7:16 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারা বেগম প্রচারনায় এগিয়ে আছেন। নির্বাচনী এলাকার সর্বত্র শুধু নৌকার প্রার্থীর জয়গান, মানুষের মুখে মুখে শুধু দেলোয়ারা বেগমের নাম। এলাকার চিত্র দেখে মনে হয়, ভোটাররাই যেনো প্রার্থী হয়েছেন।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেনের মা দেলোয়ারা বেগম চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হওয়ায় তালমা ইউনিয়নের ভোটাররা আনন্দিত। এলাকায় ঘুরে দেখা গেছে, ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিতে আগ্রহী। তারা ২৮ ফেব্রুয়ারি নৌকার প্রার্থী দেলোয়ারা বেগমকে বিপুল ভোটে নির্বাচিত করতে অপেক্ষা করছে। দেলোয়ারা বেগম এলাকায় ঘুরে সবার কাছে দোয়া চাচ্ছেন, মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিচ্ছেন।

এলাকার একাধিক ভোটার জানান, দেলোয়ারা বেগমের স্বামী বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়া তালমা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন, মানুষের বিপদে পাশে দাড়িয়েছেন। তার ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন মিয়াও এলাকার মানুষের পাশে আছেন সব সময়। আবু শহিদ মিয়া হঠাৎ মারা যাওয়ায় তালমা ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আমরা আবু শহিদ মিয়ার পরিবারের সদস্যদের কাছে আজীবন কৃতজ্ঞ। তাই আমরা দেলোয়ারা বেগমকে চেয়ারম্যান নির্বাচিত করতে চাই। দেলোয়ারা বেগমের নৌকা প্রতীক তালমা ইউনিয়নের প্রতিটি মানুষের প্রতীক। তাই আমরা ভোটাররাই নৌকার প্রচারে দিন রাত কাজ করছি।

দেলোয়ারা বেগম বলেন, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়া তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। আমার স্বামীর মতো আমিও এলাকার মানুষের সেবা করতে চাই। তাই এলাকার মানুষ আমাকে চেয়ারম্যান পদে দাড় করিয়েছেন। আমি আশাবাদি, মানুষের ভালবাসা নিয়ে নির্বাচনে জয়লাভ করবো। উল্লেখ, দেলোয়ারা বেগমের বিরুদ্ধে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নব্য আওয়ামী লীগ নেতা ফিরোজ খান।

http://www.anandalokfoundation.com/