আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকন্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাঈদুল ঈমাম মজনু মুন্সী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাতে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষিবিদ, রাজনীতিবিদ, সমাজ সেবক শাহদাব আকবার লাবু চৌধুরী। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন। বুধবার বাদ আছর তালমা মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।