নওগাঁর ধামইরহাটে সফিয়া কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে ৪ টায় বিদ্যালয় প্রাঙ্গনে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হলে সেখানে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক ,সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সিনিয়র শিক্ষক আনিছুর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ডা. শহিদুল ইসলাম,
সাইফুল ইসলাম, সফিয়া কেজি স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান, কেজি স্কুলের সহকারী শিক্ষক রোকসানা আকতার, অনুষ্ঠানের সঞ্চালক ও সহকারী শিক্ষক শাকিলা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক সফিয়া কেজি স্কুলেরসুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান এবং সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশকরেন এ এই ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন।