নওগাঁর ধামইরহাটে ১৫০ টাকায় গরুর মাংস ক্রয় করার সুযোগ সৃষ্টি করেছেন প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তাদের সুবিধার জন্য ৬শত টাকা কেজি দরে ন্যায্য মূল্যে গরুর মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে।
১৫ ডিসেম্বর (রবিবার) সকাল ৮টায় উপজেলার হাটখোলায় সাপ্তাহিক হাটে জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তবায়নে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
বাজারের তুলনায় প্রতি কেজিতে ৯০ থেকে ১শত টাকা কমে মাংস কিনতে পেরে চরম খুশি হয়েছে সাধারণ নি¤œ আয়ের মানুষ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপসহকারী প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আল মামুনুর রশীদ, লাইফস্টক ফিল্ড অ্যাসিস্টেন্ট মিনহাজুল ইসলাম, সাংবাদিক মালেক সরদার, রেজুয়ান আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২ ডিসেম্বর থেকে উপজেলা চত্বরে ন্যায্য মূল্যের দোকানে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নি¤œ আয়ের মানুষের কথা চিন্তা করে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে। প্রতি সপ্তাহে হাটের দিনে ন্যায্য মূল্যের দোকান থেকে ১কেজি গরুর মাংস ৬০০ টাকায় কিনতে পাওয়া যাবে। পাশাপাশি এখানে নি¤œ আয়ের মানুষ ৫শত গ্রাম গরুর মাংস ৩০০ টাকায় এবং ২৫০ গ্রাম মাংস ১৫০ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।