মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: শার্শায় এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে লিয়াকত হোসেন(৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শার্শার বেনেখড়ি গ্রাম থেকে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে একজন মাদ্রাসা শিক্ষক। আসামী লিয়াকত যশোরের শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের ইউনুচ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি একটি মাঠে সন্ধ্যার দিকে খেলা করছিল। এসময় একা পেয়ে লিয়াকত তাকে মুখ চেপে মাদ্রাসার একটি রুমে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশ পাশের লোক ছুটে আসলে দৌড়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
শার্শার উলশি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হক বলেন, তার দৃষ্টান্ত সাজা হওয়া দরকার, যাতে আর কোন শিক্ষক এমন কাজে ভয় পায়। তাকে মাদ্রাসা থেকে বহিঃসার করেছে স্কুল কমিটি।
শার্শা থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) আবুল হাসান জানান, গ্রেফতার আসামী নারী, শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।