14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় সম্প্রীতি সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -ধর্ম প্রতিমন্ত্রী

পিআইডি
December 6, 2022 6:41 pm
Link Copied!

ধর্মীয় সম্প্রীতি সুসংহত করতে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে নিজ নিজ অবস্থান হতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

আজ নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোণা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতাবৃদ্ধিকরণ প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়” আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সংবিধানে সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাস্ট্রের অসারতা বুঝতে পেরেছিলেন। তাই তিনি সারা জীবন একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার নতুন স্লোগান হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। তিনি আরো বলেন, বাংলাদেশে সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করণে সকল ধর্মের অনুসারীদের কল্যাণে উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা প্রশাসক, নেত্রকোণা অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে আরো বক্তৃতা করেন হাবিবা রহমান খান শেফালী এমপি।

http://www.anandalokfoundation.com/