14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ডিএসসিসি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগ

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ভিন্নমত সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি  -অধ্যাপক আলী রীয়াজ

রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না -আইন উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মাদারীপুরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়ন করতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে।-বরিশাল রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম

Rai Kishori
April 18, 2019 6:44 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা:  দেশের উন্নয়ন করতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। এখন আর পুলিশের বড় কর্মকর্তাদের বাড়িতে বসে থাকার সুযোগ নেই। দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা ঘরে বা অফিসে বসে না থেকে মাঠে নেমে কাজ করতে হচ্ছে। মাঠে কাজ করার কারনে বরিশাল বিভাগের ৮শত’র উপরে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম(বিপিএম বার পিপিএম)।

তিনি বুধবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ আয়োজিত থানা চত্তরে বরিশাল পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম(বিপিএম বার)’র সভাপতিত্বে ও আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেনের সঞ্চালনায় মাদক, জঙ্গীবাদ ও নারী নির্যাতন প্রতিরোধে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তবে এসব কথা বলেন।

এসময় রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অফিসে বসে না থেকে মাঠে কাজ করছি। ফলে বরিশাল বিভাগ থেকে ৮শ’র উপরে মাদক ব্যবসায়ীকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছি। সমাজে যারা মাদক ব্যবসা ও সেবন করে, তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসছে চায় তা হলে তাদেরকে বিকল্প ব্যবসা কিংবা চাকুরীর ব্যবস্থা করে দেয়া হবে।

বরিশাল জেলার মধ্যে আগৈলঝাড়া উপজেলাকে প্রথম মাদকমুক্ত উপজেলা ঘোষনা হবে। এই জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা কমিউিনিটি পুলিশিং সভাপতি এসএম ইকবাল, সাধারন সম্পাদক মহিউদ্দিন মানিক(বীর প্রতিক), ব্রাজমোহন বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ এর সাবেক অধ্যক্ষ ইমামুল হাকিম, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা কমিনিউটি পুলিশিং সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, আগৈলঝাড়া উপজেলা কমিনিউটি পুলিশিং সাধারন সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ।

ওই সভা শেষে ডিআইজি শফিকুল ইসলামের কাছে ৪জন মাদক সেবী আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যক্ত প্রকাশ করেন। পুলিশের পক্ষ থেকে জীবিকা নির্বাহের জন্য ওই ৪ মাদক সেবীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

http://www.anandalokfoundation.com/