ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ করা হবে। ভূমি অফিসগুলো নিয়ন্ত্রণে আনা হয়েছে। মন্ত্রণালয়ে সরাসরি অভিযোগ গ্রহণের একটি হটলাইন খোলা হবে। সার্বিকভাবে ভূমি নিয়ে কোন অভিযোগ চাই না। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। আগামী পাঁচ বছরে এক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হবে বললেন ভূমিমন্ত্রী।
আজ সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১১৬তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ফজলুর রহমান বক্তব্য রাখেন। প্রশিক্ষণে বিসিএস প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের ৫৮ জন কর্মকর্তা অংশ নেয়। প্রশিক্ষণার্থীরা ৪৫দিনব্যাপী তাঁবুতে থেকে হাতেকলমে এ প্রশিক্ষণ নেবেন। ভূমি ব্যবস্থাপনা পরিচালনায় সবচেয়ে উল্লেখযোগ্য প্রশিক্ষণ এটি।
ভূমিমন্ত্রী বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস নিয়েই সাধারণ মানুষের ভোগান্তি দূর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। সাধারণত ৭০-৮০ ভাগ মামলা হয় ভূমি নিয়ে। মানুষ চায় ভূমির জটিলতা থেকে বের হয়ে আসতে। ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন করতে ইতিমধ্যে পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভূমির জটিলতা দূর করা হবে।
মন্ত্রী আরো বলেন, একটি দেশের জিডিপি গ্রোথের ওপর নির্ভর করে দেশের উন্নয়ন। মন্ত্রী বলেন, ভূমির উন্নয়ন কর থেকে রাজস্ব বাড়ানোর কৌশল খুঁজে বের করা হবে। তবে জনসাধারণের ওপর যাতে কোন প্রভাব না পড়ে সেদিকে বিশেষ খেয়াল থাকবে। দেশের জনগণের মনে শান্তির সুবাতাস বইতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক থাকার পরামর্শ দেন মন্ত্রী।