ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
আমি দুর্নীতি করিনা, ঘুষ খাইনা। ধর্ম মন্ত্রণালয়ের কোনক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবেনা।
আজ বিকালে চট্টগ্রামের পটিয়ায় আল-জমিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় ও অধীন দপ্তরসমূহকে দুর্নীতির উর্ধ্বে রাখতে চেষ্টা করব। এ মন্ত্রণালয়ের কাউকেই দুর্নীতি করার সুযোগ দেওয়া হবেনা। কোন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দিবে। এরপর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে কাজ শেষ করবে।
উপদেষ্টা দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, রিজার্ভ তলানীতে পৌঁছেছে। এ অবস্থায় অর্থসংশ্লিষ্ট নতুন কোন প্রকল্প গ্রহণ বা অন্য কোন কাজে হাতে দেওয়া সম্ভব নয়। আশার কথা হলো, রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী হলেই আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করব। উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনে সকলের দোয়া সহযোগিতা কামনা করেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেডিএস খলিলুর রহমান। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা সাতকানিয়ায় বাবুনগরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে পিতামাতার কবর জিয়ারত করেন।