পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধ আশঙ্কাজনক ৯ জনকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন নেই। তাদের দেশেই উন্নত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বললেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আইসিইউর সামনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের এখানে ১৪ জন এসেছিল। যার মধ্যে ৯ জনকে আইসিউতে ও পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। বাকিদের ছেড়ে দেয়া হয়েছে। তবে ভর্তি থাকা ৯ জনকে আমরা ঝুঁকিমুক্ত বলবো না; যতক্ষণ তারা হাসপাতালে থাকে। এ ৯ জনের সবার শ্বাসনালী পুড়ে গেছে। তিনি আরও বলেন, যারা এসেছেন তারা প্রত্যেকেই পথচারী ও কেমিক্যালের আগুনে দগ্ধ।
এদিকে আইসিইউতে ভর্তি থাকা সোহাগের শরীরের ৬০ শতাংশ, রেজাউল করিমের ৫৭ শতাংশ, জাকির হোসেনের ৩৮ শতাংশ, মুজাফফর আহমদের ৩০ শতাংশ ও আনোয়ার হোসেনের ২৮ শতাংশ পুড়ে গেছে। আর পোস্ট অপারেটিভে ভর্তি থাকা হেলালউদ্দিনের শরীরের ১৬ শতাংশ, সেলিমের ১৪ শতাংশ, মাহমুদের ১৩ শতাংশ ও সালাউদ্দিন ১০ শতাংশ পোড়া শরীর নিয়ে বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
রাজধানীর চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিনগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চকবাজারের এ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।